স্কুল হেলথ প্রোগ্রাম – Safe Future মাদ্রাসা বিভাগ
করোনা সময়ে এবং করোনা-পরবর্তী সময়ে আমাদের দরকার সচেনতা; যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের বসতবাড়ির, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সৃষ্টি করবো এক স্বাস্থ্যকর পরিবেশ যাতে ইনশাআল্লাহ আমরা সবাই নিজেদের এবং অতি আপজনদের খেয়াল রাখতে পারি।
এই উদ্দেশ্যকে সামনে রেখে উই হেলথ বাংলাদেশ স্কুল হেলথ এর মাদ্রাসা বিভাগ; যা এক অভূতপূর্ব ও যুগান্তকারী বাংলাদেশের হেলথ সেক্টরে। আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য দেশি ও USA এর ডাক্তার যারা সকলেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
আমাদের বছর ব্যাপী সার্ভিস সমুহঃ
১. হেলথ প্রোফাইল রেজিস্ট্রেশনঃ সকল শিক্ষার্থীদের ডিজিটাল প্রোফাইল খোলা হবে যেখানে সমস্ত স্বাস্থ্য বিষয়ক তথ্য লিপিবদ্ধ থাকবে যা অনলাইনে সর্বদা থেকে যাবে এবং যেকোনো সময় তা দেখা যাবে।
২. নিয়মিত হেলথ চেক-আপঃ দক্ষ ডাক্তার দ্বারা বাৎসরিক চেকআপ করা হবে যেখানে ডিজিটাল প্রোফাইল আপডেট করা হবে ৩ ধাপে। হাইট, ওয়েট, বিএমআই, পুষ্টি, ব্লাড গ্রুপ, রোগ শনাক্তকরণ, নাক/কান/গলার সমস্যা, চোখের অবস্থা ইত্যাদি পর্যবেক্ষন করা হবে সুদক্ষ এমবিবিএস ডাক্তার দ্বারা এবং প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করা হবে।
৩. কৃমিমুক্তকরণ কর্মসূচিঃ সকল শিক্ষার্থীকে কৃমিমুক্তকরণ কর্মসূচির আওতায় আনার মাধ্যমে নিশ্চিত করা হবে শিক্ষার্থীর ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্বাস্থ্যকর পরিবেশ।
৪. শিক্ষার্থী হেলথ সেমিনারঃ দেশি এবং বিদেশী (USA) স্পেশালিষ্ট ডাক্তার দ্বারা অনুষ্ঠিত হবে সেমিনার যেখানে শিক্ষার্থীদের সচেতন করা হবে সুস্বাস্থ্য সম্পর্কে।
৫. শিক্ষক হেলথ সেমিনারঃ স্বনামধন্য স্পেশালিষ্ট ডাক্তার (পেডিয়াট্রিক্স, মেডিসিন) দ্বারা শিক্ষকদের জন্য অনুষ্ঠিত হবে সেমিনার যেখানে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার বিজ্ঞানসম্মত উপায়ে।
৬. অভিভাবক হেলথ সেমিনারঃ এছাড়াও অভিভাবকদের জন্য থাকবে আলাদা সেমিনার যার মাধ্যমে তারা জানবেন কি করে নিজের বাসাতে বজায় রাখা যায় একদম কম খরচে দরকারি স্বাস্থ্যকর পরিবেশ।
যোগাযোগ করুনঃ
জান্নাতুন নাইম +8801850801329 চিফ অপারেশন্স অফিসার Safe Future Wing উই হেলথ বাংলাদেশ |
অফি নূর +8801774547858 চিফ ডাটা অফিসার Safe Future Wing উই হেলথ বাংলাদেশ |
মাওঃ মোঃ আসাদুল্লাহ আল গালিব +8801763233882 জোনাল অ্যাম্বাসেডর (শিবগঞ্জ, বগুড়া) Safe Future Wing উই হেলথ বাংলাদেশ |